ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

গুলশানে চায়ের দোকানে মিললো ২ জনের লাশ

  • আপডেট: Saturday, September 28, 2024 - 8:49 am
  • পঠিত হয়েছে: 54 বার

টাচ নিউজ: রাজধানীর গুলশানে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দু’জনের গলায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশের ধারণা, কয়েক দিন আগেই তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-২, রোড নম্বর ১০৮-এর ২১ নম্বর প্লটের একটি চায়ের দোকানের ভেতর থেকে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ।

দুই ব্যক্তির মধ্যে মো: রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারাল অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে।

তিনি উল্লেখ করেন, তারা ওই চায়ের দোকানে কাজ করতেন বলে জানা গেছে।