ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম

বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

  • আপডেট: Thursday, September 26, 2024 - 6:12 am
  • পঠিত হয়েছে: 71 বার

টাচ নিউজ: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণেই দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে তীব্র গরম থেকে মুক্তি পেলেও ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

অনবরত বৃষ্টির কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে কোথাও কোথাও দেখা গেছে যানজট। তার সঙ্গে সড়ক ও অলিগলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কয়েক দিনের বৃষ্টিতে তাপপ্রবাহ কমলেও যানজট-জলাবদ্ধতা মিলে ঢাকার পথে পথে বাড়িয়েছে ভোগান্তি। সকালে অফিসকর্মী ও শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছাতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। থেমে থেমে বৃষ্টি চলছে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অনেকটা দুর্বল হয়ে গেছে। আজও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এর পরিমাণ তুলনায় কিছুটা কমে আসবে।

সকালে এক অফিসকর্মী কালবেলাকে বলেন, বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসকর্মীরা। বাস কম থাকায় রিকশা, সিএনজিওয়ালারা বেশি ভাড়া নিচ্ছেন। কেউ কেউ মাথায় ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন।

অন্য এক স্কুলশিক্ষার্থী জানান, ঠিক সময়ে বের হয়েও এখনও স্কুলে পৌঁছাতে পারেননি। বৃষ্টির কারণে রিকশাও পাচ্ছেন না। এদিক তাদের ক্লাসেরও সময় হয়ে আসছে।

আবহাওয়া অধিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ১৭ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

যার ফলে সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, বলা হয় আবহাওয়ার পূর্বাভাসে।