রিয়ালের জয়ে ইতালিয়ান কোচের রেকর্ড
টাচ নিউজ: ডিপোর্টিভো আলাভেসের বিপক্ষে ম্যাচের ৪৮ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। অনেকের ধারণা ছিল সহজেই ম্যাচটি জিতে যাচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা। তবে ম্যাচের শেষ দিকে রিয়াল সমর্থকদের মনে ভয় ধরিয়ে দেয় লুইস গার্সিয়া প্লাজার শিষ্যরা।
৮৫ ও ৮৬ মিনিটে দুই গোল করে সান্তিয়াগো বার্নাব্যুতে থেকে পয়েন্ট সংগ্রহের স্বপ্ন দেখছিল আলাভেস। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে রিয়াল। এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে রইল তারা। তবে নতুন এক রেকর্ড গড়ছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
স্প্যানিশ লা লিগার ইতিহাসে টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকা প্রথম কোচ তিনি। প্রায় এক বছর আগে স্পেনের শীর্ষ লিগে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছিল রিয়াল। এ রেকর্ড গড়তে ইতালিয়ান এ কোচ ভেঙেছেন রিয়াল সোসিয়েদাদের কোচ আলবের্তো ওরমায়েক্সার রেকর্ড। এর আগে টানা ৩৮ ম্যাচে অপরাজিত ছিলেন ওরমায়েক্সা।
এ ছাড়া রিয়ালের কোচ হিসেবে ৩০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন আনচেলত্তি। স্প্যানিশ জায়ান্টদের দ্বিতীয় কোচ হিসেবে এই কীর্তি গড়েন তিনি। এর আগে এই কীর্তি ছিল মিগুয়েল মুনোজের।
রিয়ালের জয়ে ইতালিয়ান কোচের রেকর্ড
রিয়ালের রেকর্ডের রাতে জয়ের নায়ক ভিনি
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিজেদের মাঠে আধিপত্য বিস্তার করে খেলে রিয়াল। ম্যাচের প্রথম মিনিটে গোল পায় তারা। ফেদে ভালভের্দের কাছ থেকে বল পান ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকার বানিয়ে দেওয়া বল থেকে গোল করেন লুকাস ভাসকেজ।
ম্যাচের ২২ মিনিটে গোল পান কিলিয়ান এমবাপ্পে, তবে অফসাইডের কারণে বাতিল হয় তা। তবে ৪০ মিনিটে জুড বেলিংহামের সঙ্গে বল দেয়া-নেওয়া করে গোল আদায় করে নেন ফরাসি তারকা। স্প্যানিশ লিগে এটি তার পঞ্চম গোল।
দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে বল পেলে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। তখন মনে হচ্ছিল সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে শেষ দিকে বাজে রক্ষণের সুযোগে দুই মিনিটে দুই গোল করে আলাভেস।
ম্যাচের ৮৫ মিনিটে ডি-বক্সের মাথা থেকে দুর্দান্ত শটে রিয়ালের জাল কাঁপান আলাভেসের মিডফিল্ডার কার্লোস ভেনাভিয়েজ। পরের মিনিটে ভেনাভিয়েজের পাস থেকে গোল করেন এনরিক গার্সিয়া।
জয়ের পর রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘এটাই ফুটবল। ভাবতে পারেন, খেলায় জয় নিশ্চিত হয়ে গেছে কিন্তু তারপর প্রতিপক্ষ একটি গোল করে আত্মবিশ্বাস পেয়ে গেল এবং জিতেও গেল। এটাই ঘটে ফুটবলে। অবশ্যই আমরা চাই না এটা ঘটুক। কিন্তু এমন কিছু হতেই পারে।’
তবে রিয়ালের বিপক্ষে এমন লড়াইয়ের পরও খুশি নন আলাভেস কোচ লুইস গার্সিয়া প্লাজা। ম্যাচের আলেজান্দ্রো মুনিজ রুইজকে কাঠগড়ায় দাঁড় করান তিনি, ‘এনদ্রিকের ঘটনায় লাল কার্ড দেখা উচিত ছিল। শেষ ১০ মিনিটে একজন অতিরিক্ত নিয়ে খেলা উচিত ছিল আমাদের। অন্য কিছু না, এটা লাল কার্ডই ছিল। আমি এটা নিয়ে আর কথা বলব না।’
এ জয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে রিয়াল। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।