ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম

টঙ্গীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

  • আপডেট: Saturday, September 21, 2024 - 12:30 pm
  • পঠিত হয়েছে: 92 বার

টাচ নিউজ: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতুল্লাহ বলেছেন, আবু সাঈদ মুগ্ধদের বুকের তাজা রক্ত বিপ্লবের গতি বাড়িয়েছে। অত্যাচার আর জুলুমের কারণে বৈষম্যবিরোধী ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এমন জুলুমবাজরা যেন আর বাংলাদেশে ফিরে আসতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগাড় এলাকায় শিল্পাঞ্চল থানা (সাংগঠনিক) আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতুল্লাহ বলেন, বিগত বছরগুলোতে স্বৈরাচার শেখ হাসিনা জামায়াতে ইসলামীসহ বিরোধী মতের নেতাকর্মীদের জেল-জুলুম আর নির্যাতন করেছে। জুলাই বিপ্লবের ক্রেডিট ছাত্র-জনতার। তাদের নেতৃত্বে আমরাও মাঠে ছিলাম। আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। শহীদ ভাইদের পরিবারের পাশে আমরা থাকব। তাদের কারণেই আমরা আজ স্বাধীন।

জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও অ্যাডভোকেট আশরাফুল আলম রাজুর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গাজীপুর মহানগরীর আমির অধ্যাপক জামাল উদ্দীন প্রমুখ।