ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

চৌহালীতে নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার

  • আপডেট: Thursday, September 12, 2024 - 6:33 am
  • পঠিত হয়েছে: 47 বার

টাচ নিউজ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নিখোঁজের এক দিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার সম্পর্কে চাচাত ভাই-বোন।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নিখোঁজের এক দিন পর চাচাত ভাই-বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাদের লাশ যমুনা নদীর তীর-সংলগ্ন খাষকাউলিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। বুধবার বিকেলে যমুনা নদীতে গোসলে নেমে তারা নিখোঁজ হয়।

দুই শিশু হলো উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী গ্রামের আলমগীর হোসেনর ছেলে হজরত আলী (৭) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে খাদিজা (৬)।

চৌহালী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল ইসলাম বলেন, বুধবার দুপুরে দাদা আব্দুর রহিম মোল্লার সাথে যমুনা নদীর জোতপাড়া ঘাটে গোসল করতে যায় হযরত আলী ও খাদিজা খাতুন। গোসলের একপর্যায়ে বৃষ্টি নামলে দাদা দুই নাতি-নাতনিকে বাড়িতে যেতে বলেন। তারা দু’জন নদী থেকে উঠে দাদার অগচরে আবারো নদীতে নামে। একপর্যায়ে তারা দু’জন নিখোঁজ হয়। বাড়ির লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।

বৃহস্পতিবার সকালে যমুনা নদী থেকে শিশু দু’টির লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। চৌহালী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর সরকারিভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) হেকমত আলী।