এবার প্যারাগুয়ের মাঠেও হারল ব্রাজিল
টাচ নিউজ: “ম্যাচের ঠিক আগেই কোচ দোরিভাল জুনিয়র বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনলে খেলবে। কিন্ত মাঠে যে বিবর্ণ পারফরম্যান্স সেলেসাওদের তাতে পথটা যে কঠিন তা বলাই যায়। কারণ আজ ভোরেই যে প্যারাগুয়ের মাঠে ১-০ গোলে হারতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের এটি চতুর্থ হার।
আর আট ম্যাচে তিন জয়, এক ড্র ও চার হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান ব্রাজিলের।
প্যারাগুয়ের মাঠে এদিনও ব্রাজিলের আক্রমণভাগ ছিল নিষ্প্রাণ। রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিকের মধ্যে ছিল না সমন্বয়। অগোছালো ও অপরিকল্পনাও ফুটে ওঠে খেলায়।
খেলার ২০ মিনিটেই প্যারাগুয়ে লিড পেয়ে যায়। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন দিয়েগো গোমেস। একটু পরই সমতায় ফেরার সুযোগ আসে ব্রাজিলের কিন্তু গিলিয়ামে অ্যারেনার শট গোললাইন থেকে ক্লিয়ার করেন আলদেরেতে।
দ্বিতীয়ার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি দোরিভালের দল।
দুই-একটি যে সুযোগ ধরা দিয়েছিল সেটাও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ফরোয়ার্ডরা। ফলে ২০০৮ সালের পর ব্রাজিলকে হারানোর উচ্ছ্বাসে মাতে প্যারাগুয়ে।
ম্যাচের ঠিক আগেই কোচ দোরিভাল জুনিয়র বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনলে খেলবে। কিন্ত মাঠে যে বিবর্ণ পারফরম্যান্স সেলেসাওদের তাতে পথটা যে কঠিন তা বলাই যায়। কারণ আজ ভোরেই যে প্যারাগুয়ের মাঠে ১-০ গোলে হারতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের এটি চতুর্থ হার।
আর আট ম্যাচে তিন জয়, এক ড্র ও চার হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান ব্রাজিলের।
প্যারাগুয়ের মাঠে এদিনও ব্রাজিলের আক্রমণভাগ ছিল নিষ্প্রাণ। রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিকের মধ্যে ছিল না সমন্বয়। অগোছালো ও অপরিকল্পনাও ফুটে ওঠে খেলায়।
খেলার ২০ মিনিটেই প্যারাগুয়ে লিড পেয়ে যায়। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন দিয়েগো গোমেস। একটু পরই সমতায় ফেরার সুযোগ আসে ব্রাজিলের কিন্তু গিলিয়ামে অ্যারেনার শট গোললাইন থেকে ক্লিয়ার করেন আলদেরেতে।
দ্বিতীয়ার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি দোরিভালের দল।
দুই-একটি যে সুযোগ ধরা দিয়েছিল সেটাও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ফরোয়ার্ডরা। ফলে ২০০৮ সালের পর ব্রাজিলকে হারানোর উচ্ছ্বাসে মাতে প্যারাগুয়ে।