ঢাকা | অক্টোবর ১১, ২০২৪ - ২:২৪ পূর্বাহ্ন

রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও

  • আপডেট: Saturday, September 7, 2024 - 1:19 pm
  • পঠিত হয়েছে: 30 বার

তিনি বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরো দৃশ্যমান হবে। সবকিছু আপনারা দেখতে পাবেন।’

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজম্যান্টের (বিআইজিএম) সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে। চাঁদাবাজি কমলে নিত্যপণ্যের দাম কমবে।’

শিল্প-কারখানা প্রসঙ্গে তিনি বলেন, ‘পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক-শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। দ্রুত এটার সমাধান হবে।’