ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৪ - ১:০৪ পূর্বাহ্ন

আবু সাঈদ হত্যার বিচারের দাবিতে বেরোবিতে শহীদি মার্চ

  • আপডেট: Thursday, September 5, 2024 - 1:45 pm
  • পঠিত হয়েছে: 31 বার

টাচ নিউজ: রংপুরে ‘শহীদি মার্চ’ পালন করেছে ছাত্র-জনতা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে পুলিশের গুলিতে শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মহানগরীর প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করেন। পরে নগরীর টাউন হল চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সেখানে শত শত শিক্ষার্থী কর্মসূচিতে যোগ দেন। শিক্ষার্থীদের দাবি, আবু সাঈদকে হত্যাকারীদের অতি দ্রুত বিচার করতে হবে।

বেরোবির শিক্ষার্থীরা বলেন, ‘আবু সাঈদের রক্তের দাগ এখনো শুকায়নি। এখনো আমাদের ভাইয়েরা শরীরে ক্ষতচিহ্ন নিয়ে কাতরাচ্ছেন।
অনেকে বিজয় মিছিল করছেন।’

তারা আরো বলেন, ‘মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে, আহত ভাই-বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, যে ভাই-বোন হাত-পা ও চোখ হারিয়েছেন, তাদের স্মরণ করে এই কর্মসূচি পালন করা হচ্ছে। অন্যদিকে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্ণ হলো।’