ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ২:২১ অপরাহ্ন

শিরোনাম

গাজা যুদ্ধে নিজের ব্যর্থতার জন্য ক্ষমা চাইলেন নেতানিয়াহু

  • আপডেট: Tuesday, September 3, 2024 - 2:56 pm
  • পঠিত হয়েছে: 128 বার

টাচ নিউজ:হামাসের হাতে বন্দীদের জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত শনিবার (৩১ আগস্ট) ছয় বন্দীর লাশ ‍উদ্ধারের পর ইসরাইলজুড়ে শুরু হওয়া নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভের পর তিনি প্রকাশ্যে ক্ষমা চান।

জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন হামাস হুঁশিয়ারি দিয়েছে যে যুদ্ধবিরতি না হলে অবশিষ্ট বন্দীদেরও একই পরিণতি বরণ করতে হবে। তাদেরকেও একইভাবে কফিনে করে ফিরতে হবে পরিবার-পরিজনের কাছে।

এ বিবৃতিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরাইল। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছে। একইসাথে ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে বন্ধ হয়ে গেছে দেশটির কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান।

এমন পরিস্থিতিতে বন্দীদের মৃত্যু ঠেকানোর ব্যর্থতা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু।