ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

কোটা সংস্কার আন্দোলন নিয়ে যা বললেন শাকিব খান

  • আপডেট: Wednesday, July 17, 2024 - 11:20 am
  • পঠিত হয়েছে: 191 বার

টাচ নিউজ ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুললেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

বুধবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। এতে তিনি কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংঘাতের সমাপ্তি চেয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিগত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষারর্থীদের একাশং আন্দোলন করছেন। এ আন্দোলনে ৬ জন নিহত হয়েছেন। এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আজও বিভিন্ন স্থানে আন্দোলন চলছে।