ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

ওমান সাগরে উল্টে গেল ট্যাঙ্কার: ১৩ ভারতীয়সহ নিখোঁজ ১৬

  • আপডেট: Wednesday, July 17, 2024 - 11:29 am
  • পঠিত হয়েছে: 140 বার

টাচ নিউজ ডেস্ক: মাঝ সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারে ছিলেন ১৬ জন নাবিক। তাদের মধ্যে ১৩ জনই ভারতীয়। ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন সকলে। তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কারো খোঁজ মেলেনি। মঙ্গলবার ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এমনই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে। সোমবার তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। ওই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। এমনকি, সমুদ্রে তেল পড়েছে কি না তা-ও জানা যায়নি। ওই জাহাজে ভারতীয়েরা ছাড়াও চারজন শ্রীলঙ্কার বাসিন্দাও ছিলেন। সকলেই কর্মসূত্রে ওমানে ছিলেন।

জানা গেছে, ১১৭ মিটার দীর্ঘ ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি হয়েছিল। মূলত তেলের ট্যাঙ্ক বহন করে থাকে এটি। তবে এই জাহাজটি ছোট যাত্রাপথে মাল বহনের ক্ষেত্রেই ব্যবহার হত।
সূত্র : আনন্দবাজার পত্রিকা