ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৮:৩৮ পূর্বাহ্ন

মেসিকে নিয়ে দুঃসংবাদ

  • আপডেট: Wednesday, July 17, 2024 - 12:04 pm
  • পঠিত হয়েছে: 104 বার

টাচ নিউজ ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ে চোট পেয়েছিলেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। পরীক্ষা-নিরীক্ষার পর মেসিকে নিয়ে দুঃসংবাদ দিয়েছে তার ক্লাব ইন্টার মায়ামি। জানিয়েছে, আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

মায়ামির বিবৃতিতে বলা হয়, ‘মেডিকেল পরীক্ষার পর জানা গেছে মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তিনি কত দ্রুত সেরে উঠতে পারেন এবং সেগুলোর মূল্যায়নের ওপর।’

আর্জেন্টাইন সুপারস্টারের মাঠে ফেরার সময়ও অজানা। তবে বিরতিটা দীর্ঘ হতে পারে। তার রিকভারির ওপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত। ইনজুরির জন্য মাঠের বাইরে ছিটকে গেলেও মেসি ডান পায়ে এখনই অস্ত্রোপচার করাতে চান না।

আরও পড়ুন: ভারতের ক্রিকেটে আসছে বড় চমক, ‘কপাল পুড়ছে’ তারকা ক্রিকেটারের!

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন এলএমটেন। সতীর্থদের নিয়ে শিরোপা উৎসব করলেও, দলের সঙ্গে দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন শুরু করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।