ঢাকা | ডিসেম্বর ১৩, ২০২৪ - ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

ঢাবিতে মুখোমুখি ছাত্রলীগ ও কোটাবিরোধী শিক্ষার্থীরা

  • আপডেট: Monday, July 15, 2024 - 11:01 am
  • পঠিত হয়েছে: 227 বার

১৫ জুলাই ২০২৪, টাচ নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

আজ সোমবার বিকেল ৩টার কিছু পর এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়েছে। দুইপক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে ছাত্রলীগের একদল নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এদিকে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেলা সোয়া ১২টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়েছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। সেখানে সমবেত হয়ে তারা কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।