ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

ট্রাম্পকে লক্ষ্য করে গুলি: হামলাকারীসহ নিহত ২

  • আপডেট: Sunday, July 14, 2024 - 7:07 am
  • পঠিত হয়েছে: 158 বার

টাচ নিউজ ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। তবে তার ডান কানের ওপরের অংশে ফুটো হয়েছে বলে জানিয়েছেন। হামলাকারীকে হত্যা করা হয়েছে। এ সময় উপস্থিত এক ব্যক্তিও নিহত হয়েছেন। হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার পেনসিলভানিয়া রাজ্যে এক নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে সাবেক প্রেসিডেন্ট মাথায় আঘাত পান, কিন্তু তার প্রচারণা টিম জানিয়েছে, তিনি ‘ভালো আছেন।’

ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক সহিংসতার নিন্দা করে কড়া বক্তব্য দেন।

‘তিনি নিরাপদ আছেন এবং ভালো আছেন জেনে আমি কৃতজ্ঞ,’ বাইডেনের বিবৃতিতে বলা হয়। ‘আমি তার জন্য, তার পরিবার এবং সমাবেশে যারা ছিলেন তাদের সবার জন্য প্রার্থনা করছি। আমেরিকায় এরকম রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমাদের সবাইকে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে এটার নিন্দা জানাতে হবে।’

কিছুক্ষণ পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং জানান তিনি শিগগিরই ট্রাম্পের সাথে কথা বলার আশা রাখছেন।

‘আশা করি আজ রাতেই তার সাথে কথা বলতে পারবো,’ তিনি বলেন।

বাইডেনকে যখন জিজ্ঞেস করা হয়, এই ঘটনাকে হত্যা প্রচেষ্টা বলা যায় কিনা, তিনি ইতস্তত করেন।

‘আমার নিজস্ব মত আছে, কিন্তু আমার কাছে কোন তথ্য নেই,’ বাইডেন বলেন।

ট্রাম্পের প্রচারণা টিম এক বিবৃতিতে জানায়, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদ প্রার্থীকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। ট্রাম্প নির্বাচনী সমাবেশ করতে গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়া রাজ্যের বাটলার শহরে গিয়েছিলেন।

‘প্রেসিডেন্ট ট্রাম্প এই জঘন্য ঘটনার সময় দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা প্রথমে এগিয়ে এসেছিলেন, তাদের ধন্যবাদ জানান,’ মুখপাত্র স্টিভেন চাং এক বিবৃতিতে জানান। ‘তিনি ভালো আছেন এবং তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।’

সাবেক প্রেসিডেন্ট তার মুখের একদিকে হাত রেখে মাথা নিচু করার আগে সমবেত জনতা ছোট অস্ত্রের গুলির মতো কয়েকটি আওয়াজ শুনতে পায়। যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিস, যে সরকারি নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্টকে নিরাপত্তা দেয়, তাদের সদস্যরা সাথে সাথে ট্রাম্পকে ঘিরে ফেলে।

ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমার জুতা নিতে দাও।’ তারপর তিনি উঠে দাঁড়ান, সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে শক্ত করে ঘিরে রাখে।

তারপর, তার ডান কান থেকে রক্ত পড়তে দেখা যায় এবং তিনি বার বার বলেন, ‘অপেক্ষা করো।’ এরপর তিনি তার ডান হাত উঁচু করে জনতার দিকে মুষ্টিবদ্ধ মুষ্টি উঠিয়ে একটি শব্দ তিনবার উচ্চারণ করেন। শব্দটি মনে হচ্ছিল, ‘ফাইট, ফাইট, ফাইট।’

সিক্রেট সার্ভিস তদন্ত

সিক্রেট সার্ভিস মুখপাত্র অ্যান্থনি জুলিয়েমি সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বলেন, ‘সিক্রেট সার্ভিস নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করে এবং প্রাক্তন প্রেসিডেন্ট নিরাপদ আছেন। এই ঘটনা এখন সিক্রেট সার্ভিসের একটি সক্রিয় তদন্ত এবং আরও তথ্য যখন পাওয়া যাবে তখন জানানো হবে।’

হোয়াইট হাউস জানায়, সিক্রেট সার্ভিসের প্রধান সহ প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনা সম্পর্কে অবহিত করছেন। ভাইস প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয় তাঁকে ব্রিফ করা হচ্ছে।

রিপাবলিকান দলের নেতারা দ্রুত তাদের প্রতিক্রিয়া জানান।

ওহাইও রাজ্যের সিনেটর জে ডি ভ্যান্স, যিনি নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ট্রাম্পের সঙ্গী হওয়ার সম্ভাবনাময় প্রার্থীদের একজন, টুইট করেন, ‘সবাই আমার সাথে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সমাবেশের সবার জন্য প্রার্থনায় যোগ দিন। আশা করি সবাই ভালো আছেন।’

সিনেটে সংখ্যালঘু দলের নেতা মিচ ম্যাককনেল টুইট করেন, ‘আজ রাতে, একটি শান্তিপূর্ণ সমাবেশে ঘৃণ্য আক্রমণের পর সকল আমেরিকান কৃতজ্ঞ যে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুস্থ মনে হচ্ছে।’

বিশ্ব নেতাদের কাছ থেকেও প্রতিক্রিয়া আসতে শুরু করে।

‘প্রেসিডেন্ট ট্রাম্পের উপর সম্ভাব্য এই আক্রমণে সারা আর আমি বিস্মিত,’ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন। ‘আমরা তার নিরাপত্তা এবং দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

সূত্র : আল জাজিরা, বিবিসি, ভয়েস অব আমেরিকা এবং অন্যান্য