ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়ালো

  • আপডেট: Thursday, July 4, 2024 - 12:12 pm
  • পঠিত হয়েছে: 129 বার

টাচ নিউজ ডেস্ক: গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৩৮ হাজার ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৮৭ হাজার ৪৪৫ জন আহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই ৫৮ জন নিহত হয়েছে। এছাড়া ১৭৯ জন আহত হয়েছে।

এদিকে, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিমতীর থেকে ৯ হাজার ৫২০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র : আল জাজিরা