ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

ভোরে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইকুয়েডর, দেখবেন যেভাবে

  • আপডেট: Thursday, July 4, 2024 - 10:43 am
  • পঠিত হয়েছে: 139 বার

টাচ নিউজ ডেস্ক: বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে কোপা আমেরিকার নক আউট পর্ব। প্রথম কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির খেলবেন কি না, তা নিয়ে রয়েছে অনেক জল্পনা-কল্পনা।

চলতি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা। ২০১৫ সালের পর ইকুয়েডরের কাছে হারেনি হারেনি মেসিরা।

চিলির বিপক্ষে ডান পায়ের কুঁচকিতে সামান্য চোট পাওয়ার আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। এ জন্য এ ম্যাচে তার খেলা নিয়ে সন্দেহ রয়েছে। এর আগে পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেননি আর্জেন্টাইন অধিনায়ক।

বি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। এ পর্যন্ত কোপার শিরোপা জিতেনি লাতিন দেশটি। তাদের সর্বোচ্চ সাফল্য ১৯৯৩ সালে চতুর্থ স্থান অর্জন করা।

ম্যাচ কোথায়-কখন

• শহর : হিউস্টন, টেক্সাস

• ভেন্যু : এনআরজি স্টেডিয়াম

• তারিখ : শুক্রবার, ৫ জুলাই

• শুরুর সময় : সকাল ৭টা (বাংলাদেশ সময়)
পরিসংখ্যান

• ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড বেশ ভালো। এ পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে ৪০ ম্যাচ। এর মধ্যে ইকুয়েডরের ৫ জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে ২৪টিতে। বাকি ১১ ম্যাচ ড্র হয়।

• আন্তর্জাতিক ক্যারিয়ারে ইকুয়েডরের বিপক্ষে ৭টি গোল করেছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামি তারকার চেয়ে বেশি গোল আছে কেবল বলিভিয়ার বিপক্ষে।

• চার গোল করে কোপার সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিনেজ। ৩ ম্যাচে ৪ গোল করেছেন তিনি।

• সব প্রতিযোগিতা মিলিয়ে ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ ৭ ম্যাচে হারেনি আর্জেন্টিনা। লা আলবিসেলেস্তাদের বিপক্ষে ইকুয়েডরের সর্বশেষ জয় ২০১৫ সালের ২-০ গোলের।

• গত ৯ জুন দুই দলের সর্বশেষ দেখায় ইকুয়েডরকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।