ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ২:৪৭ পূর্বাহ্ন

চরফ্যাশনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজনের কারাদণ্ড

  • আপডেট: Friday, May 31, 2024 - 11:16 am
  • পঠিত হয়েছে: 132 বার

টাচ নিউজ ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মোঃ শামীম (৫২) নামে ১ জনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মোঃ শামিম উপজেলার ৩নং ওয়ার্ডের মৃত ডাঃ মফিজুর রহমানের ছেলে।

শুক্রবার (৩১ই মে) দুপুরে,সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালেক মুহিত এই আদালত পরিচালনা করেন।

মামলার বিবরণে জানা যায় গত (২৯ই মে) ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফিরোজ কিবরিয়ার ঘোড়া মার্কার প্রচারণা কালে, ওসমানগুন্জ ইউনিয়নে তালুকদার হাটে,আসামি মোঃ শামিম তার নিজ মটরসাইকেল দিয়ে ঘোড়া মার্কার প্রার্থী মোঃ ফিরোজ কিবরিয়াকে বাঁধা প্রদান করে ও হুমকি ধামকি দিয়ে ভীতিকর পরিস্থিতি ঘটিয়ে মাইকের তার ছিঁড়ে নিয়ে যায় ও মাইকের প্রচারণা বন্ধ করে দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে চরফ্যাশন থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন বলেন ঘোড়া মার্কার প্রার্থী মোঃ ফিরোজ কিবরিয়ার অভিযোগের ভিত্তিতে, শামিম কে গ্রেফতার পূর্বক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে (৫) পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।