ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

মিছেমিছি

  • আপডেট: Monday, May 20, 2024 - 7:23 pm
  • পঠিত হয়েছে: 169 বার

নাজিয়া আফরিন

আজন্ম প্রেম হেথা তোমার সনে
কত যে লুকোনো ব্যথা কুঞ্জবনে
সৃজনে, যতনে বুকেরও গহীনে,
মরমে, স্মরণে করেছি বপন
তুমি প্রেম মন শুধু, ওগো প্রিয়জন।

ললাটে চুম্বন আর কপোলেতে জল
বেসামাল ভালোবাসায় হৃদ কোলাহল
মৌমাছি আম্রকাননে আজ প্রেম দাবানল
আঁখি মায়ার গভীরেতে হই স্নিগ্ধ, শীতল
কত করো ছল তুমি? কত চাও জল?

জনমে জনম যাক খুঁজে খুঁজে প্রেম
লেখা হোক ইতিহাস, নকশীকাঁথায় হেম
অজানা অভিমানে অধরা অভাব
সুখ সুখ ভাবনা, কল্পনাতে থাক
তুমি এসে করে নিও মিছেমিছি ভাব
তুমি এসে করে নিও মিছেমিছি ভাব।