প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাৎসহ ০৬ দফা দাবী বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের
টাচ নিউজ ডেস্ক: প্রজাতন্ত্রের কর্মচারীদের শীর্ষ সংগঠন “বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন” আয়োজিত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি স্বাক্ষাৎসহ ০৬ (ছয়) দফা দাবী জানানো হয়।
দাবি সমুহ- নবম জাতীয় পে-স্কেল ঘোষনা, প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতাদি বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরে জাতীয় বাজেটে অর্থের সংস্থান রাখা, সর্বনিম্ন বেতন-ভাতা ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ভাতা হিসেবে প্রদান, বিনা সুদে গৃহনির্মাণ ঋণ, টাইমস্কেল, সিলেকশন গ্রেড পূর্ণবহাল, আউট সোর্সিং প্রথা বাতিল, সচিবালয়ের ন্যায় এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নসহ চলমান বৈষম্য ও অসংগতি দূরীকরণ।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাশার, লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ভূঞা। বিভিন্ন পর্যায়ের বৈষম্য ও অসংগতির চিত্র, সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আকতার হোসেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ মহসিন ভূইয়া, মোঃ সালাহ উদ্দিন আহম্মেদ, আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সভাপতি মোঃ বাহার উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নজির আহমেদ ভূইয়া, মাহবুব আলম, জহুরুল হক, মোঃ আব্দুল করিম, মোঃ আশিকুর রহমান, মোঃ শফিউল বাশার, মোঃ সেলিম রেজা, মোঃ কামরুজ্জামান উজ্জ্বল, তহুরা খানম, বোরহান উদ্দিন ও সাইফুল ইসলাম চৌধুরী, মহানগর কমিটির কার্যকরী সভাপতি মোঃ নজরুল ইসলাম ও মোঃ আমির হোসেন, কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক বি. এম. রবিউল ইসলাম ও মোঃ আশরাফ ছরোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন চৌধুরী, মোঃ তানজির হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান চৌধুরী, মোঃ শাহাবু- দ্দিন বিশ্বাস, মাহমুদা আক্তার রেখা, শেখ নাজমুল ইসলাম শাহীন, মোঃ মাসুদ রানা, মোঃ রেজাউল করিম, মোঃ মাহে আলম, রওশন আরা রুবি, মোঃ হাবিবুল্লাহ, মোঃ আব্দুল হান্নান, মোঃ রাহিদুর রহমান রাহী, মোছাঃ ফেরদৌসী আক্তার, বেগম নূরুন নাহার, মোঃ শাহবুদ্দিন আহম্মেদসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।