ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৪ - ১:১৯ পূর্বাহ্ন

সড়কে গতি নিয়ন্ত্রণ নিরাপদ যাত্রা শৃঙ্খলা ফিরাতে ভ্রাম্যমান আদালত অভিযান

  • আপডেট: Thursday, April 25, 2024 - 7:07 pm
  • পঠিত হয়েছে: 115 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন সড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপদ যাত্রার নিশ্চয়তা, দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে চাটখিল বাজার এলাকায় ঢাকা-রামগঞ্জ আন্তঃজেলা মহাসড়কে এ অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব উসমান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় গাড়ির ফিটনেসের কাগজপত্র নবায়ন না করায় তিনটি বাস কোম্পানিকে (জননী, হিমালয়, আল বারাকা) ১০ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই জন সিএনজি চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ঢাকা গামী বাস সমূহের ভাড়া ৫০০ টাকা নির্ধারন করে দিয়ে মুচলেকা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালকে সহযোগিতা করেন বিআরটিএর ইন্সপেক্টর মাহাবুব রাব্বানী ও চাটখিল থানার এএসআই আলা উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা।

চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব উসমান বলেন, সড়কে নিরাপদ যাত্রায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।