ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৪ - ২:২০ অপরাহ্ন

কিছু কথা

  • আপডেট: Wednesday, April 24, 2024 - 1:14 pm
  • পঠিত হয়েছে: 118 বার

ঝুমু ইসলাম

কিছু কথা থাক না গোপন,
খুব গোপনে- অনেক যতন।
হোক না কথার আত্মহনন,
যন্ত্রনা হোক তাহার বহন!
তবু তারে আড়াল রাখি,
যেমন আড়াল থাকে পাখি।
কিছু কথা রটুক মুখে মুখে,
দু:খ কিংবা অনেক সুখে!
কিছু কথা ঝরে পরুক,
ঝরে পরার মাঝেও সুখ!
কিছু কথা উড়ে যাক,
ঐ সুদূরে পরে থাক।
কিছু কথার হোক আত্মপ্রকাশ,
না হয় দিলো কোন আভাস!
কিছু কথা থাক না গোপন,
নাই বা হলো তার উম্মোচন!