স্বাধীনতা সংসদের নির্বাহী চেয়ারম্যান আলহাজ¦ এম.এ বারেকের ঈদ শুভেচ্ছা
টাচ নিউজ ডেস্ক:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে স্বাধীনতা সংসদের নির্বাহী চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ¦ এম.এ বারেক দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর পশ্চিম আকাশে শাওয়ালের এক ফালি চাঁদ ঈদের সওগাত নিয়ে আসে। ঈদ মানে আনন্দ। অন্যান্য উৎসব থেকে ঈদের পার্থক্য হলো ছোট-বড় সবাই এর অংশীদার। ঈদের দিন ধনী-গরীব সবাই এক কাতারে শামিল হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ঈদের আগে এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা আত্মাকে পরিশুদ্ধ করি। রোজার প্রধান লক্ষ্য হল ত্যাগ ও সংযম। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে পারলে তা হবে সবার জন্য কল্যাণকর। ঈদের আনন্দ কেবল একা ভোগ করার নয়, গরীব-দুঃখী মানুষকে তাতে শামিল করতে হয়। এটাই আমাদের ইসলামি শিক্ষা। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই। পবিত্র ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এই কামনা করি।