ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

কারাতে সেমিনার শেষে জাপান থেকে ফিরলো সেনসি শামসির আলম ভূঁইয়াসহ ৬ সদস্যের বাংলাদেশী প্রতিনিধি দল

  • আপডেট: Friday, April 5, 2024 - 1:32 pm
  • পঠিত হয়েছে: 371 বার

টাচ নিউজ ডেস্ক: বাংলাদেশী কারাতে প্রতিনিধি দল সফল ভাবে তাদের ট্রেনিং ও সেমিনার শেষ করে ৩ এপ্রিল রাতে চায়না সাউদার্ন এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছে।
জাপানের টোকিওতে বিশ্বের সর্ববৃহৎ কারাতে সংগঠন সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশনের আমন্ত্রনে আন্তর্জাতিক কারাতে সেমিনারে অংশ নিতে গত ২৮ মার্চ টোকিও যান বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউখাই (এসকেআইএফ বাংলাদেশ)ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সিনিয়র কোচ সেনসী শামসির আলম ভূঁইয়া।সফরসঙ্গী হিসেবে স্কুল অফ সোতোকান কারাতে দো এর প্রধান কোচ ও বাংলাদেশ কারাতে ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাতে কোচ সেনসি নজরুল ইসলাম (আমান),সেনসি এবি রনি,এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কারাতে জাতীয় দলের সাবেক স্বর্ন পদক বিজয়ী সেনসী আফজাল ইসলাম,সেনসী সারোয়ার হোসেন,সেনসী উক্য হ্লা মারমা। উল্লেখ্য সেমিনারটি ২৯ মার্চ শুরু হয়ে ৩১ মার্চ শেষ হয়।