ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৫:১৫ অপরাহ্ন

শিরোনাম

চাটখিলে ট্রাক চাপায় হোন্ডা চালক ঘটনাস্থলে নিহত

  • আপডেট: Friday, March 22, 2024 - 6:17 am
  • পঠিত হয়েছে: 122 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় ঢাকা চাটখিল আঞ্চলিক মহাসড়কে মাসি ব্যাপারে বাড়ির সামনের রাস্তায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত।
২১/০৩/২০২৪ইং তারিখ রাত অনুমান ০৮:৪৫ ঘটিকার সময় চাটখিল থানাধীন ভীমপুর সাকিনস্থ মাসী ব্যাপারী বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে চাটকেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) এমদাদুল হক জানান চাটখিল- সোনাইমুড়ি রামগঞ্জ মহা সড়কের উপর নম্বর বিহীন ZAARA মোটর সাইকেল চালক আরিফ হোসেন (২২) পিতা- মোহাম্মদ আলী মাতা: আলেয়া বেগম সাং হিরাপুর(মুক্তার বাড়ী) থানা-চাটখিল জেলা-নোয়া খালী এবং মোটরসাইকেল আরোহী ১।মোঃ ইব্রাহিম (২৩)পিতা-কালটু সাং জদোনা থানা: জলঢাকা
জেলা: নীলফামারী ২। মোঃ আয়ান(২৫)পিতা: সাদেকুল
সাং: জদোনা থানা: জলঢাকা জেলা: নীলফামারী মোটরসাইকেল আরোহী চাটখিল হতে হিরাপুর যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছিলে বিপরীত দিক চাটখিল অভিমুখী অজ্ঞাত নামা একটি ট্রাক দ্রুত গতিতে আসতে দেখিয়া মোটর সাইকেল চালক আরিফ হোসেন হাডব্রেক করিলে মোটরসাইকেল চালক রাস্তার ডানপাশে এবং আরোহী দুইজন রাস্তার বাম পাশে পড়ে যায়। ফলে মোটরসাইকেল চালক মোঃ আরিফ উক্ত অজ্ঞাতনামা ট্রাক নীচে পড়িয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
দুর্ঘটনার সংবাদ পাইয়া চাটখিল থানার এসআই/মোঃ নুরুন্নবী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া মৃতর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। নিহতের লাশ থানায় নিয়ে আসেন দুর্ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।