ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

চাটখিলে ৪০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট: Saturday, March 16, 2024 - 4:35 pm
  • পঠিত হয়েছে: 131 বার

আনিছ আহমদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি:

চাটখিল থানা পুলিশ কর্তৃক ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
চাটখিল থানায় ১১ টি মাদক মামলার আসামী মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন বাহার গ্রেফতার করে
গত ১৫/০৩/২০২৪ ইং তারিখ বেলা অনুমান ১৫.৫০ ঘটিকার সময় গোপন সংবাদ পেয়ে চাটখিল থানার এসআই (নিরস্ত্র)/ মোহাম্মদ আল আমিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া চাটখিল থানাধীন ০৩ নং পরকোট ইউপির পূর্ব পরকোট গ্রামের আব্দুর রশিদের বাড়ীর উওর পাশে ব্রীজের উপর হইতে ধৃত আসামী মোহাম্মদ আলী হোসেন প্রকাশ বাহার (৪০), পিতা- মৃত সোলাইমান, মাতা- খোদেজা, সাং- সুন্দরপুর (বাসি তফাদার বাড়ী), ০২ নং পৌর ওয়ার্ড, চাটখিল পৌরসভা, থানা-চাটখিল।
আটক আসামীর হেফাজত হইতে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক সাংবাদিকদের জানান গ্রেফতার কৃত আসামের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেহ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আটককৃত আসামি মোহাম্মদ আলী বাহারকে নোয়াখালী জেল হায়জতে প্রেরন করা হবে।