ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:৪২ অপরাহ্ন

শিরোনাম

প্রকাশ পেলো এরশাদ রোহান পরিচালিত মিউজিক ভিডিও করলিরে তুই পর

  • আপডেট: Saturday, February 24, 2024 - 12:04 pm
  • পঠিত হয়েছে: 347 বার

বিনোদন ডেস্ক: প্রকাশিত হলো এরশাদ রোহান পরিচালিত মিউজিক ভিডিও করলিরে তুই পর। মঙ্গলবার এমকে মিউজিক স্টুডিও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেলো।

গানটি গেয়েছেন কন্ঠশিল্পী নয়ন খাঁন ও লিখেছেন জনপ্রিয় গীতিকার আবুল হোসেন। সুর করেছেন কণ্ঠশিল্পী নিজেই।

গানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় সংগীত পরিচালক শামীম আশিক।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নয়ন,রিমি ও বাপ্পী এবং ভিডিওটি এডিট,কালার করেছেন এরশাদ রোহান।

জানতে চাইলে এরশাদ রোহান বলেন, মিউজিক ভিডিওটি সব মিলিয়ে দারুন হয়েছে, এছাড়া নয়ন খাঁন এর গায়কী ছিল অসাধারণ,আশা করছি গানটি সবার ভালোবাসা কুড়াবে।