ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৪:৫২ পূর্বাহ্ন

কচুয়া সমিতির বাজার সড়ক এখন মানুষের মরণ ফাঁদ

  • আপডেট: Tuesday, February 13, 2024 - 8:27 am
  • পঠিত হয়েছে: 233 বার

আনিস আহাম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি:
চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নে পশ্চিম শোশালিয়া গ্রামের সমিতির বাজার পাঁকা রাস্তাটি জনগণের চলাচলে অনুপযোগী এ রাস্তাটি দুটি উপজেলার মধ্যে একমাত্র সংযোগ সড়ক
এই রাস্তাটি জন গুরুত্বপূর্ণ চাটখিল রামগঞ্জ উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র-ছাত্রী জনসাধারণ এ রাস্তা দিয়ে চলাচল করে
সর জমিনে গিয়ে দেখা যায় উক্ত রাস্তাটি বর্তমানে মেরামতের অভাবে পূর্বের পাঁকা করন রাস্তাটি বর্তমানে বিলিনের পথে রাস্তাটি পুরো অংশে গর্তেভরা প্রতিনিয়ত স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা দুর্ঘটনার শিকার হয় রাস্তাটি দিয়ে রোগী বাহি এম্বুলেন্স যাতায়াতের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় জনগণ মালামাল মাতায় বহন করে নিতে হয় রাস্তায় চলাচল কারি জনগণ নির্বাচিত চেয়ারম্যান মেম্বার সহ সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করে রাস্তাটি মেরামতের জন্য সবাই আশা দিও প্রায় দশ বছর রাস্তার টি মেরামত করছেনা এলাকাবাসীর প্রাণের দাবি চাটখিল রামগঞ্জের সংসদ সদস্য স্থানীয় সরকার মন্ত্রী চাটখিল সমিতির বাজার রাস্তাটির মেরামতের জন্য বরাদ্দ দেওয়ার জোর দাবি জানান ।