ঢাকা | সেপ্টেম্বর ৯, ২০২৪ - ১০:১৯ অপরাহ্ন

বাডডা আলাতুন নেছা স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের মিলন মেলা

  • আপডেট: Sunday, February 11, 2024 - 4:01 pm
  • পঠিত হয়েছে: 348 বার

টাচ নিউজ ডেস্ক: রাজধানী বাডডা এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাডডা আলাতুন নেছা স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের মিলন মেলা ৯৪ ব্যাচের আক্তার হুসাইন ও তার পুত্র জোনায়েদ হুসাইনের আয়োজনে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় | অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাসুদ হুসাইন | এরপর সকলেই সকলের সাথে কুশলাদি বিনিময় করেন ও ঐক্য বজায় রাখতে সম্মত হন | অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের উপস্থিত ছিলেন ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর ডিএনসিসির শেখ সেলিম, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ সংগঠনদ্বয়ের সভাপতি এবং দৈনিক মাতৃভূমির খবরের নিউজ এডিটর বাদল চৌধুরী, সাবেক বাডডা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সাব-ইন্সপেক্টর মামুন, রূপগঞ্জেের ইউপি সদস্য সোহাগ, আরিফ রহমান, নারী উদ্যোক্তা শাহনাজ আক্তার সীমা, ব্যাংকার মুসাদ চৌধুরী, সাংবাদিক রিনটু, মানবাধিকার কর্মী রসুল আমিন রিনটু, বাডডা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম পলাশ, পরিবহন শ্রমিক লীগ নেতা পাভেল হক, মোয়াজ্জেম হোসেন অলি, জালাল, বাবু, কবির, আলী, রাজু,অমল, শামসুল হক,মিজু, শফিক, মোঃ আরিফুল ইসলাম, সফু,হীরা, শাহ আলমসহ আরো শতাধিক ছাত্র ছাত্রী |