ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

যাত্রাবাড়ি সাংবাদিক ক্লাবের উদ্যোগে পিঠা উৎসব

  • আপডেট: Wednesday, February 7, 2024 - 7:23 am
  • পঠিত হয়েছে: 160 বার

স্টাফ রিপোর্টার :রাজধানীর যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের উদ্যোগে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য বাহী পিঠা উৎসব আয়োজন করা হয়। গত ৫ই ফেব্রুয়ারি ২০২৪ইং রোজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় এ আয়োজন করা হয়। মানুষের দৈনন্দিন ব্যাস্ততার মাঝে হারিয়ে যাচ্ছে এসব ঐতিহ্য তাই এখন আর শীত আসলেই দেখা যায় না ঘরে ঘরে পিঠা পুলির আয়োজন। বিলুপ্ত প্রায় এই সংস্কৃত কে ধরে রাখতেই মুলত এ আয়োজন করা হয়েছে। পিঠা উৎসব এর অনুষ্ঠান শুরু হয় কুরআন তিলাওয়াত এর মাধ্যমে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ সিআইপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন ওয়ারী বিভাগের সম্মানিত উপ পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল হোসেন ,সাংবাদিক ক্লাবের উপদেষ্টা তুহিনুর রহমান নূর হাজী আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা অফিসার ইনচার্জ বিএম ফরমান আলী , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো:শফিকুল ইসলাম সাদ্দাম, সঞ্চালনায় সাধারণ সম্পাদক মো আবুল কালাম শাকিল। উক্ত পিঠা উৎসবে আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সকল সদস্য এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ।