ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১২তম জন্মজয়ন্তী উদযাপন

  • আপডেট: Monday, February 5, 2024 - 6:17 am
  • পঠিত হয়েছে: 203 বার

টাচ নিউজ ডেস্ক: উপমহাদেশের আইনের শাসনের প্রতিষ্ঠাতা, মানবাধিকার আন্দোলনের পথিকৃৎ, অবিস্মরণীয় ব্যক্তিত্ব বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১২তম জন্মজয়ন্তী উপলক্ষে স্বাধীনতা সংসদ রাজধানীর মেট্রো লাউঞ্জে শনিবার বিকেল ৫টায় উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে | অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি এস এম মজিবুর রহমান বলেন, বিচারপতি মাহবুব মোর্শেদ ছিলেন ন্যায়ের প্রতীক, তনি কখনো অন্যায়ের কাছে আপস করনেনি,তাই তিনি বৃটিশ ও পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন | তিনি আরো বলেন, বিনয়ী ,ভদ্র ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কিভাবে হতে হয় তা বিচারপতি মাহবুব মোর্শেদ পরিবার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে | প্রধান আলোচক বিচারপতি মাহবুব মোর্শেদের পুত্র সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ বলেন, আমার পিতা আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় আজীবন আন্দোলন করে গিয়েছেন | তার রেখে যাওয়া কার্যক্রমের সুফল আমরা সকলেই কিছু না কিছু ভোগ করছি | উদ্বোধন করেন এস এ গ্রুপের প্রধান সমন্বয়কারী হাসান মঞ্জুর | সভাপতিত্ব করেন কবি হাসিনা মমতাজ অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক | বিশেষ অতিথি ছিলেন তালুকদার রুমী নির্বাহী সম্পাদক দৈনিক পাঞ্জেরী ও নির্বাহী সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাদল চৌধুরী সভাপতি বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ এবং দৈনিক মাতৃভূমির খবরের বার্তা সম্পাদক, জাকির হোসেন মাঝি সভাপতি রিপোর্টার্স ক্লাব ঢাকা, এইচ এম মেহেদী হাসান সহকারী সম্পাদক দৈনিক মুক্ত খবর, আওয়ামী লীগ নেত্রী লায়ন জেবিন সুলতানা কান্তা | শুভেচ্ছা বক্তব্য রাখেন আলী আশরাফ আখন্দ ভারপ্রাপ্ত সম্পাদক সপ্তাহিক জয়যাত্রা | স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সাহেদ আহাম্মদ | বিশিষ্ট সংগীত শিল্পী মেহেরুন আশরাফ সংগীত পরিবেশন করেন | উপস্থাপনা করেন ঈশা | আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য মাহবুব মোর্শেদ পুরস্কার প্রদান করা হয় |