ঢাকা | অক্টোবর ১১, ২০২৪ - ১:৩২ পূর্বাহ্ন

চাটখিল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান হকার উচ্ছেদ অর্থদণ্ড

  • আপডেট: Thursday, February 1, 2024 - 11:28 am
  • পঠিত হয়েছে: 150 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলা সদরে প্রধান বাজার চাটখিল বাজারে জনসাধারণের চলাচলের ফুটপাত ও রাস্তা থেকে অবৈধ ভাবে দখল করে রাখা দোকান মালিকদের কে উচ্ছেদ করেন বিভিন্ন দোকানের মালিকের ৩১৫০০ টাকা জরিমানা করেন
আজ বৃহস্পতিবার এক্সিটিভ ম্যাব্জিস্ট্রেট আকিব ওসমান থানা পুলিশের সহযোগিতায় চাটখিল বাজারের বিভিন্ন রোডে এই কোর্ট পরিচালনা করেন এই সময় বিভিন্ন দোকান মালিকগণ ম্যাজিস্ট্রেটকে জানান কিছু দোকান মালিক ও বিভিন্ন লোকজন তাদের কাছ থেকে দোকান অগ্রিম এবং মাসিক ভাড়া দিয়ে ব্যবসা করে এইসব কথা শুনে ম্যাজিস্ট্রেট আকিব ওহাব ঘর দোকান ব্যবসায়ীদের কে মৌখিক ভাবে সতর্ক করে বলেন যাদের দোকানের সামনে অবৈধ দখলদার বসিবে পরবর্তী অভিযানে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হবে
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি আকিব ওসমান সংবাদকর্মীদেরকে বলেন চাটখিল উপজেলা ও পৌরসভার প্রদান চাটখিল বাজার এই বাজারের বিভিন্ন রোডে স্কুল কলেজে ছাত্র-ছাত্রী হাসপাতলে আসা-যাওয়ার রোগী বহনকারী অ্যাম্বুলেন্স উপজেলা সদরের বাহিরে বিভিন্ন এলাকা থেকে যাতায়াতের গাড়ি পথচারী চলাচলের রাস্তা ফুটপাত অবৈধ দখল এর কারণে প্রতি নিয়ত যানজটের সৃষ্টি হয় জনসাধারণ এবং যানবাহন চলাচলের সুবিধার্থে এই অভিযান পরিচালনা করি ১৯ জন ব্যবসায়ীকে ৩১৫০০ টাকা অর্থদণ্ড করি তিনি আরো জানান জনসাধারণের কথা চিন্তা করেই ধরনের ফুটপাত দখল মুক্ত অভিযান অব্যাহত থাকবে।।