ঢাকা | ডিসেম্বর ১৪, ২০২৪ - ১:৩৮ অপরাহ্ন

শিরোনাম

আলোময় ভালোবাসা

  • আপডেট: Thursday, February 1, 2024 - 8:01 pm
  • পঠিত হয়েছে: 204 বার

নাজিয়া আফরিন

সবাই যেন কেমন, কেমন,
একলা একাই রই,
মন খারাপের বায়না গুলো,
চোখের জলেই ধুই।

সবার সাথে মিলে মিশে
থাকতে মনটি চায়,
কিন্তু সবে একলা একা
তাদের – ইচ্ছে বারান্দায়।

কেবল আমি বড্ড আপন,
মায়ায় ভরা দুটি নয়ন।
সবার তরেই
কলজে দহন।

পরিবার আর যত্ত স্বজন
লাগে কেমন প্রিয়, আপন
কেমনে ভুলি, স্মৃতির তুলি,
মায়ার বাঁধন, মায়ার বাঁধন।

অহং, লোভে, হিংসা, দ্রোহে,
কাঁপে প্রবল দাবদাহে
তবু ক্ষমার মহান ব্রত
নাইযে কারোই হৃদয় মাঝে।

এমন ধরা চাই না আমি,
জানে আমার অন্তর্যামী,
হৃদয় মাঝে পূণ্য আলো
এমনিভাবেই বাসি ভালো,
বাসছি ভালো, বাসবো ভালো।