ঢাকা | অক্টোবর ৪, ২০২৪ - ২:১৬ পূর্বাহ্ন

কোকোর মৃত্যুবার্ষিকীতে নয়া পল্টনে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট: Thursday, January 25, 2024 - 7:04 pm
  • পঠিত হয়েছে: 249 বার

টাচ নিউজ ডেস্ক: প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শের এম সাত্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি, মোঃ দুল দুল বারী, প্রতিষ্ঠাতা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শের এম সাত্তার ও আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: দুল দুল বারী।

শীতবস্ত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সদস্য গাজী সাইদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহেদুল কবির, বিএনপি নেতা সিরাজ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহ সভাপতি ওমর ফারুক কাওসার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মোঃ ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সদস্য আনিছুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, ছাত্রদলের সহ-সভাপতি সাহাবুদ্দিন ইমন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নুরুজ্জামান, খোকসা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন প্রমুখ।