ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ২:৩৪ অপরাহ্ন

শিরোনাম

চাটখিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মাহফিল

  • আপডেট: Sunday, January 21, 2024 - 6:55 am
  • পঠিত হয়েছে: 161 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৮৮ তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেলে চাটখিল আলিয়া মাদ্রাসা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, লিয়াকত আলী ভুট্টো, আনিছ আহমেদ , শাহজাহান খান সাজু, পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নূর নবী, ইসমাইল হোসেন বাহার,
জেলা যুবদল নেতা মাহবুবুর রহমান জুয়েল, শ্রমিক দলের আহ্বায়ক মোঃ দুলাল হোসেন, সদস্য সচিব মাসুদ হাজী, সুমন, পৌরসভা যুবদল নেতা বি.কে, হানিফ, চাটখিল সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন ইমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামসুল ইসলাম রতন, চাটখিল আলিয়া মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ খন্দকার সহ উপজেলা পৌরসভা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন মাওলানা সাদেকুর রহমান।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপজেলা পৌরসভা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ২৮শে অক্টোবর থেকে আন্দোলন সংগ্রামে গ্রেফতারকৃত পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নূর নবী কমিশনার, উপজেলা শ্রমিক দলের আহবায়ক দুলাল হোসেন, পৌর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক ওমর ফারুক, স্বেচ্ছাসেবকদল নেতা শাহেদ, যুবদল নেতা মোরশেদ আলম, পৌর যুবদল নেতা রানা, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ খন্দকার কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।