ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

নোয়াখালী চাটখিলে ডাব মার্কার গণসংযোগে ছাত্রলীগের হামলা, সভাপতি-সম্পাদক আটক

  • আপডেট: Saturday, December 30, 2023 - 6:44 pm
  • পঠিত হয়েছে: 179 বার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ডাব প্রতীকের প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের আবু নাছের ওয়াহেদ ফারুকের নির্বাচনী গণসংযোগে হামলা করেছে ছাত্রলীগ। আজ শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশগরিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ চালাতে গিয়ে এই হামলার শিকার হন ডাব প্রতীকের প্রার্থীসহ উপস্থিত সমর্থকেরা।

পুলিশ অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয় পরকোট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিব আদনান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফিকে আটক করে থানায় নিয়ে আসে।

ডাব প্রতীকের প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের আবু নাছের ওয়াহেদ ফারুক বলেন, ‘ছাত্রলীগের পরকোট ইউনিয়নের সভাপতি
হাবিব আদনান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফির নেতৃত্বে শনিবার সন্ধ্যায় ৮/১০ জন মিলে লাঠিসোটা নিয়ে নিয়ে এই হামলা করে। এতে অনেকেই হতাহত হয়।’

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, ‘আমরা প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পরই সেখানে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ারধীন রয়েছে।’

এর আগে গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) ঈগল প্রতীকের প্রার্থী খন্দকার রুহুল আমীন চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন। পরে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

নোয়াখালী- ১ আসনে মোট ৮ জন প্রার্থী। এরা হচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এইচএম ইব্রাহিম, স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমীন, গণফ্রন্টের মোঃ খোরশেদ আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের হারুন অর রশিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ শাহ আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ মমিনুল ইসলাম, তরিকত ফেডারেশনের একেএম সেলিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের আবু নাছের ওয়াহেদ ফারুক। এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমীনের প্রার্থীতার বৈধতা নিয়ে ২ জানুয়ারি আদালতে শুনানি রয়েছে।