ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৪ - ২:০৩ অপরাহ্ন

চাটখিলে সিনিয়র সাংবাদিক দিদার উল আলম-কে লাঞ্ছিত করার প্রতিবাদে সভা

  • আপডেট: Thursday, November 23, 2023 - 6:29 pm
  • পঠিত হয়েছে: 171 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে সিনিয়র সাংবাদিক দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি মো:দিদার উল আলম কে লাঞ্ছিত করার প্রতিবাদে চাটখিলে কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন।

২৩ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় চাটখিল স্কাইভিউ চাইনিজ এন্ড রেষ্টুরেন্টের হল রুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া), চাটখিল প্রেসক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলু,সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাটখিল উপজেলা শাখার সভাপতি মোঃ দিদার উল আলম,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ।এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক রুহুল আমিন,দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আকতার হোসেন,দৈনিক ভোরের কাগজ পত্রিকার স্বপন পাটোয়ারী,দৈনিক কাল বেলা পত্রিকার আবুল কালাম আজাদ, দৈনিক বাংলার জাগরন পত্রিকার মহিউদ্দিন বাবু প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিলে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর (শনিবার) চাটখিল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০২৩ -এর পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন কালে সিনিয়র সাংবাদিক চাটখিল প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদার উল আলমকে লাঞ্চিত করেন চাটখিল প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান। পরে বিষয়টি বিষয়টি জানাজানি হলে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় সাংবাদিক নেতৃবৃন্দ এই ঘটনার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করেন।