ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১২:০৬ অপরাহ্ন

শিরোনাম

দম্পতি

  • আপডেট: Friday, November 10, 2023 - 8:31 pm
  • পঠিত হয়েছে: 256 বার

দম্পতি

ড. রফিকুল ইসলাম

দীর্ঘশ্বাস নিয়ে দু’জন দু’জনায়,
পুড়েছো স্বপ্ন যত;
দুঃখ ক্ষণে ভালোবাসার মলম,
আরোগ্য করে ক্ষত ।

এমন ভালোবাসা হওয়া উচিত,
প্রতিটি দম্পতির;
যদি বিশ্বাস থাকে দু’জনার মাঝে,
জীবন হয় না বিপত্তির।

এমন ভালোবাসা করো যেন,
সবাই ঈর্ষায় মরে যায়;
ভালোবাসাহীন জীবন যাদের,
মরে শুধু হতাশায়।

ঈর্ষান্বিত তবুও আশা রাখি,
তোমাদের তরে আমি;
বিশ্বাস রেখ দু’জন দু’জনায়,
যেন জানুক অন্তর্যামী।

পৃথিবীর সব ফুল-ফল, গন্ধ-রস,
স্রস্টার আপন মহিমায়;
পদধূলিতে হারিও না, তাহা কভু,
কৌলশনের ভালোবাসায়।