ঢাকা | মার্চ ২৯, ২০২৫ - ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম

জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, October 26, 2023 - 8:19 am
  • পঠিত হয়েছে: 319 বার

টাচ নিউজ ডেস্ক: সংবাদপত্রে শিক্ষা নিয়ে কাজ করেন তাদের মনের গভীরে জমে থাকা ভবিষ্যত্ শিক্ষার অনেক সঙ্গতি অসঙ্গতির অভিজ্ঞতার কথা শুনতে জিস্ট সেন্টারে
আয়োজন করা হয় ব্যাক্তিগত কথোপকথন ও ‘ভবিষ্যত্ শিক্ষা ও আমাদের ভাবনা’ বিষয়ক গোলটেবিল আলোচনা। গত ২২ অক্টোবর এ গোলটেবিল অনুষ্ঠিত হয়। মাঠ পর্যায়ে শিক্ষা সাংবাদিকদের বাস্তব অভিজ্ঞতা, তাদের উপলব্ধি, অনেক গল্প এবং তাদের কেইস স্টাডির অনেক বিষয় উপস্থাপিত হয় এ আলোচনায়। গোলটেবিল আলোচনায় দৈনিক ইত্তেফাক, যুগান্তর, আমাদের সময়, আজকের পত্রিকা, জাগো নিউজ, জনকণ্ঠ, ইনকিলাব, আজকের দর্পন, নওরোজ , আজকালের খবর, মানবকণ্ঠ,বর্তমান ও দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। এই সংলাপ শিক্ষা গবেষণা ও উদ্ভাবনীমূলক কাজে কমিউনিটিতে সাংবাদিকদের সাথে যৌথভাবে কাজ করার পথ তৈরি হবে এবং গবেষণায় বিভিন্ন তথ্য ও উপাত্ত পেতে সহায়তা করবে। আরামবাগ জিইআইএসটি (জিস্ট) কার্যালয়ে সংস্থার সভাপতি বিপ্লব কুমার দেব গোল টেবিল বৈঠক সঞ্চালনা করেন। গ্লোবাল এডুকেটর ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ট্রান্সফরমেশন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন জিস্ট ২০১৭ সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। তিন’শর অধিক স্টেট অ্যালাইমনির শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে গড়ে ওঠা জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ছাত্র-শিক্ষকদের নেতৃত্ব উন্নয়নে কমিউনিটি বেইজড কাজ করে থাকে। উচ্চ শিক্ষায় যারা উন্নত দেশে পড়তে চায় তাদের বৃত্তি ও বিভিন্ন সুযোগ সুবিধা বিষয়ে তথ্য প্রদান ও সহায়তা করে থাকেন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে। শিশু-কিশোরদের আন্তর্জাতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ পর্যন্ত জিস্ট বিশ্বব্যাপী ১৪৩টি অংশীদার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। এছাড়া ইউএস উইনথর্প ইউনিভার্সিটি(ইউএসএ) অ্যাডামাস ইউনিভার্সিটি (ভারত), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বাংলাদেশ), অ্যাপলাচিয়ান স্টেট ইউনিভার্সিটি (ইউএসএ.) ন্যাশনাল অ্যারোস্পেস ইউনিভার্সিটি (ইউক্রেন), নেপাল ইউএস অ্যালামনাই নেটওয়ার্ক, নুসান, এজেডিই (গুয়াতেমালা) এবং আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করছে। সংস্থাটি এ পর্যন্ত দেশ ও দেশের বাইরে শিক্ষা বিষয়ক ৭টি আন্তর্জাতিক এবং তিনটি জাতীয় সম্মেলন আয়োজন করেছে। শিক্ষক, অভিভাবক, ছাত্র, প্রশাসক এবং শিক্ষার নীতি নির্ধারকদের সম্পৃক্ত করে শিক্ষায় কাজ করার ক্ষেত্র, সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবেলা ও উপায় বের করতে অনেক কার্যক্রম চালু রয়েছে।

Proudly Designed by: Softs Cloud