ঢাকা | সেপ্টেম্বর ৯, ২০২৪ - ১১:২৮ অপরাহ্ন

শীঘ্রই প্রয়োজন নিয়ে আসছে শিল্পী শাহরিন

  • আপডেট: Tuesday, October 24, 2023 - 1:09 pm
  • পঠিত হয়েছে: 750 বার

শীঘ্রই আসছে এ সময়ের জনপ্রিয় শিল্পী শাহরিনের কন্ঠে প্রয়োজন।কিছু মানুষ সবসময় অন্যকে খুশি রাখতে অন্যের প্রিয়জন রুপে থাকতে চায় , কিন্তু সবাই প্রিয়জন হতে পারেনা, প্রযোজন শেষে মানুষ মানুষকে ভুলে যায় । ভুলে যায় সকল ভালবাসা সকল স্বৃতি।
নিজের সবকিছু বিলিয়ে দিয়েও যখন প্রিয়জন হওয়া যায়না তখনি
মনে হয় সবার কাছে আমি শুধু প্রয়োজন হয়ে রয়ে গেলাম ।
আর এমনি শিরোনামে এবার আসছে এসময়ের আলোচিত শাহরিন আহম্মেদ এর কন্ঠে মৌলিক গান । প্রযোজন গানটির কথা ও সুর করেছেন হাবিবুর রহমান । সঙ্গীত পরিচালনা করেছেন রাকিব মুরসালিন। হাজারো তরুনীর প্রিয়জন হতে চেয়ে প্রয়োজন হয়ে থাকাকে কেন্দ্র করে মূলত এ গানটি । গানটির অফিসিয়াল ভিডিও সংগীতা মিউজিক বিডি হতে ২৮ অক্টোবর সন্ধা সাতটায় প্রকাশ পাবে ।
গান এর সাথে জড়িত সকলে আশাবাদি গানটি নিয়ে।
শিল্পীর নিজেস্ব গায়কিতে গানটির ভেতরে অন্যরকম ভাললাগা কাজ করবে বলে তিনি আশা করেন । দর্শক মহলে গানটি জনপ্রিয় হবে বলে সকলে আশাবাদি ।