ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৪ - ১২:৩২ পূর্বাহ্ন

গত ৩১ আগস্ট প্রকাশিত ’বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করলেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত’ শিরোনামে সংবাদের প্রতিবাদ

  • আপডেট: Saturday, September 2, 2023 - 1:50 pm
  • পঠিত হয়েছে: 167 বার

টাচ নিউজ ডেস্ক:
গত ৩১ আগস্ট বৃহস্পতিবার সোনালী ভোর এ “বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করলেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। উক্ত প্রতিবেদনে জার্মান আওয়ামী লীগের একাংশের সভাপতি বশিরুল আলম চৌধূরী সাবুকে জড়িয়ে যে সংবাদ পরিবেশিত হয়েছে, তিনি তার প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেছেন, এরকম কোনো ঘটনা আদৌ ঘটেনি। তিনি দাবি করেন, সোনালী ভোর এর জার্মান প্রতিনিধি মনগড়া ভিত্তিহীন প্রতিবেদন তৈরি করেছেন।

এদিকে সোনালী ভোর এর জার্মান প্রতিবেদক জানিয়েছেন, বশিরুল আলম চৌধূরী সাবু তার FB আইডি “সাবু সমর্থক গোষ্ঠী“ থেকে সাংবাদিকদের হুমকি দিয়েছেন। সংবাদে প্রকাশিত সব কথার অডিও ভিডিও এবং পেপার কাটিং আমার সংগ্রহে আছে।

তবে জার্মান প্রতিবেদক এই সংবাদের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সর্বোপরি সম্পাদক হিসেবে সকল প্রতিবেদককে সংবাদ প্রকাশে আরো সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি