ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৪ - ১:০৬ অপরাহ্ন

আঘাত

  • আপডেট: Thursday, August 31, 2023 - 8:05 pm
  • পঠিত হয়েছে: 214 বার

আঘাত

রিনা রহমান

পারো যতো করো আঘাত
এদেহে শতো বার
করো না আঘাত আমার
এই মনে একবার।

লাঠির আঘাত সয় দেহেতে
কথার আঘাত সয়না।
তিলে তিলে পুড়ে যায় মন
দেহেতে প্রাণ যেনো রহেনা।

অন্যে কেহ দিলে আঘাত
আঘাত মনে লাগেনা।
তুমি আমায় করলে আঘাত
বাঁচার ইচ্ছে জাগেনা।

ইট পাথরের আঘাতে আমার
ভাঙ্গে নাতো এই মন
ফুলের কাঁটার আঘাতে আমি
ঝজরা হয়ে যায় সারাক্ষণ।