ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের ইন্তেকাল

  • আপডেট: Monday, August 28, 2023 - 5:23 am
  • পঠিত হয়েছে: 161 বার

টাচ নিউজ ডেস্ক : সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (৮২) আর নেই। গতকাল রোববার রাত ১১টার দিকে ময়মনসিংহ নগরের ধোপাখলা এলাকায় অবস্থিত একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, মতিউর রহমানের শারীরিক অবস্থা গতকাল খারাপ হলে রাত সাড়ে ১০টার দিকে নগরের নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে দিবাগত রাত পৌনে তিনটার দিকে হাসপাতালের সামনে তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি জানানো হয়।
১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মতিউর রহমান। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহকে মুক্ত ঘোষণা করা হয়। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর একুশে পদক পান মতিউর রহমান।