ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

এমবাপ্পের জোড়া গোলে জয় পিএসজির

  • আপডেট: Sunday, August 27, 2023 - 7:24 am
  • পঠিত হয়েছে: 204 বার

টাচ নিউজ ডেস্ক : লিগের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নতুন ক্লাবের জার্সিতে দূরপাল্লার শটে প্রথম গোল মার্কো আসেন্সিওর। পরে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। এরপর মরগান গিলাভুগুই একটি গোল শোধ করেন। লিগ লেন্সকে হারিয়ে মৌসুমে প্রথম জয়ের দেখা পেল পিএসজি।
ঘরের মাঠে গত পরশু ফরাসি চ্যাম্পিয়নরা ৩-১ গোলে হারায় গত মৌসুমের রানার্স আপ লেন্সকে। এবার প্রথম দুই ম্যাচেই ড্র করেছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের ৪৪ মিনিটে দূরপাল্টার শটে প্রথম গোল আসেন্সিওর। ৫৩ মিনিটে ব্যবধান ২-০ করেন বক্সের ঠিক মাথা থেকে বুলেট গতির শটে এমবাপ্পে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফরাসি ফরোয়ার্ডের গোলে ৩-০-তে এগিয়ে যায় পিএসজি। নির্ধরিত সময় শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গিলাভুগুইয়ের গোলে ৩-১ ব্যবধান করে লেন্স।
৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট চারে পিএসজি। সমান ম্যাচে এখনো জয় পায়নি লেন্স। একটি ড্র’তে তাদের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। গত মৌসুমের পিএসজি থেকে স্রেফ এক পয়েন্ট পেছনে থেকে রানার্স আপ হয়েছিল লেন্স।