ঢাকা | সেপ্টেম্বর ৯, ২০২৪ - ১০:৫০ অপরাহ্ন

নীলক্ষেতে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

  • আপডেট: Sunday, August 27, 2023 - 9:50 am
  • পঠিত হয়েছে: 567 বার

টাচ নিউজ ডেস্ক : আজ রোববার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে চতুর্দিকে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াতকারী সাধারণ মানুষ।

শিক্ষার্থীদের দাবি, নির্ধারিত সিজিপিএ শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়া।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সিজিপিএ শর্ত পূরণ না করলে আবার সব বিষয়ে পরীক্ষা দিতে হবে, এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। আমরা এ অযৌক্তিক সিদ্ধান্ত মানি না। আমরা প্রতিনিয়ত আন্দোলন করছি। তবে প্রশাসন বিষয়টি নিয়ে কোনো কিছু বলছে না। সমাধান না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে চলমান অবরোধে সাত কলেজের একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, ঢাবির ‘প্রহসনের বিরুদ্ধে’ প্রতিবাদ জানাতে তারা ‘বিষপান করে’ অসুস্থ হয়ে পড়েছেন। তবে শিক্ষার্থীদের এই দাবির সত্যতা প্রাথমিকভাবে যাচাই করা যায়নি।

ঢাকা কলেজ শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, ‘আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

আন্দোলনের সমন্বয়ক তসলিম চৌধুরী বলেন, বিষপানের কথা গুজব। আমাদের আটজন এমনিতে অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেহেরুন্নেসা আক্তার নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবির বিষয়ে আমাদের সঙ্গে ১৯ বার আলোচনায় বসেছে। আমরা আন্দোলনের নামলেই শিক্ষকরা আসেন আলোচনায় বসার জন্য। আজও কয়েক দফা শিক্ষকরা এসেছেন। কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। আগে নোটিশ, পরে সড়ক ছাড়ব।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সোয়া দুইটা) এখনো চলছে। যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে নিউমার্কেট ও লালবাগ থানা পুলিশের সদস্যরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন।