ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ৮:৩৬ অপরাহ্ন

জাতির পিতার ছিলেন মহৎ, উদার, অমায়িক, মানবীয় গুণসম্পন্ন একজন মহান ব্যক্তিত্ব: রিপন

  • আপডেট: Saturday, August 26, 2023 - 6:54 am
  • পঠিত হয়েছে: 146 বার

সোহাগ শরীফ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল রোজ শুক্রবার রাত ৮টায় দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি জননেতা আলহাজ্ব কামরুল হাসান রিপন।
দিবসটি উপলক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে আয়োজন করে। ডেমরা থানার ৬৪নং ওয়ার্ডে গ্রীন চিলি কমিউনিটি সেন্টার, বাঁশের পুলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ১৫ আগস্টের স্মৃতিচারণ করে রিপন বলেন, ‘জাতির পিতার ছিলেন মহৎ, উদার, অমায়িক, মানবীয় গুণসম্পন্ন একজন মহান ব্যক্তিত্ব। মানুষকে তিনি অন্তরের গভীর থেকে সম্মান করতেন।’
‘জাতির পিতার পরিবারের সদস্যদের অন্যতম বৈশিষ্ট্য ছিল আচরণের সংযমতা, ভদ্রতা, বিনয়, স্নেহশীলতা, সাহসিকতা ও মানুষের প্রতি অসীম সম্মান প্রদর্শন।’ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সোহাগ মিয়া।