ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৪ - ১:১৫ পূর্বাহ্ন

শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে গ্যাসসহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে : লিপি ওসমান

  • আপডেট: Sunday, August 13, 2023 - 7:14 am
  • পঠিত হয়েছে: 109 বার

টাচ নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেযারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, দেশরত্ন শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে গ্যাসসহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে।তিনি বলেন, আপনারা প্রতিমাসে বিল দেন, অথচ গ্যাস পান না, এটা আপনাদের ন্যায্য অধিকার।আর তা পাওয়ার জন্য এমপি সাহেবের সাথে কথা বলে আমি ব্যবস্থা নেবো ইনশায়াল্লাহ।
তিনি আজ সিদ্ধিরগঞ্জে আলহাজ্ব ইয়াসিন মিয়া ফাউন্ডেশনের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাদানকালে এসব কথা বলেন।ফাউণ্ডেশনের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াসিন মিয়ার সভাপতিত্বে ও নাসিক ২নং ওয়ার্ড ব্যক্তিমালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কমার্স কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রফেসর শিরিন বেগম, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, আনন্দলোক উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মজিবুর রহমান হাওলাদার, মিজমিজি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, হাজী জসিম উদ্দিন, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, ফাস্ট স্কুলের পরিচালক মাহবুবুর রহমান বাবলু ও মাদার কেয়ার স্কুলের পরিচালক অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানে কান্দাপাড়া সাহেবপাড়া বাড়িওয়ালা কল্যাণ সমবায় সমিতির পক্ষ থেকে গ্যাসের দাবি আদায়ের লক্ষে বিশাল মিছিলসহ প্রধান অতিথিকে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানান।অনুষ্ঠান শেষে ২৭টি স্কুল ও ১৫টি মাদরাসার প্রধানদের মাধ্যমে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তির টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।এছাড়া বুয়েটে চান্স পাওয়ায় আলহাজ্ব ইয়াসিন মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।