ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে সাদ এরশাদের বিভিন্ন কর্মসূচি

  • আপডেট: Thursday, July 13, 2023 - 6:37 pm
  • পঠিত হয়েছে: 143 বার

টাচ নিউজ ডেস্ক: ৯ বছরের সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৪ জুলাই শুক্রবার পল্লীবন্ধু পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ এমপি’র পক্ষ থেকে রংপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে রংপুর সদর আসন এর অন্তর্ভুক্ত ৫ (পাঁচ) টি ইউনিয়নের জাতীয় পার্টি কার্যালয়ে সকাল ৭ ঘটিকায় দলীয় পতাকা অর্ধনমিত রাখা, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া। সকাল ১১ ঘটিকায় পল্লী নিবাসের লিচু বাগানে চিরনিদ্রায় শায়িত জাতির শ্রেষ্ঠ সন্তান পল্লীবন্ধু’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল। বাদ জুমা সদর আসনের অন্তর্ভুক্ত প্রতিটি ওয়ার্ডের ৩ (তিন) টি করে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। বাদ আসর সদর উপজেলা জাতীয় পার্টি’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল। এবং বাদ এশা ৫ (পাঁচ) টি ইউনিয়ন এর ৫ (পাঁচ) টি এতিমখানায় পবিত্র কুরআন খতম ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ।