ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৪:২৮ অপরাহ্ন

শিরোনাম

চাটখিলে মাদকসেবী আটক

  • আপডেট: Monday, July 10, 2023 - 10:38 am
  • পঠিত হয়েছে: 125 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি:নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাদকসেবীকে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় রবিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার সময় উপজেলার পাঁচগাও ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় প্রদান করেন।

মাদক সেবন করে এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় উপজেলার পাঁচগাও ইউনিয়নের পূর্ব আবুতোরাব নগর গ্রামের আবদুর রশিদ পাটোয়ারী বাড়ির (গনার বাড়ি) মো. কামালের দ্বিতীয় সন্তান মো. সোহেল (২৬)-কে এই দন্ড প্রদান করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, “মাদক সেবন করা অবস্থায় তাকে হাতে নাতে ধরা হয়। এসময় তাঁর কাছ থেকে গাঁজা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে তাকে শাস্তি প্রদান করা হয়েছে।”

চাটখিল থানার উপ পরিদর্শক কামরুজ্জামানসহ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।