ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম

চাটখিলে ৮২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট: Saturday, June 24, 2023 - 11:40 am
  • পঠিত হয়েছে: 112 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি: নোয়াখালীচাটখিল উপজেলা ৯নং খিলপাড়া ইউনিয়নের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে চাটখিল থানা পুলিশ।
নোয়াখালী পুলিশ সুপার, জনাব মোঃ শহীদুল ইসলাম, পিপিএম ও সহকারী পুলিশ সুপার, জনাব নিত্যানন্দ দাস, চাটখিল সার্কেল সার্বিক দিক নির্দেশনায় চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন এর সার্বিক তত্বাবধায়নে এসআই/ মোঃ কামরুজ্জামান (আইসি, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র), সঙ্গীয় অফিসার এএসআই/ মোঃ বাহার, এএসআই/ মোঃ শাখাওয়াত হোসেন ও ফোর্সসহ অদ্য- তারিখ রাত ২ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করিয়া চাটখিল থানাধীন ০৯ নং খিলপড়া ইউপির শংকরপুর গ্রামস্থ মন্নানের চা দোকানের উত্তর পাশে জগার বাড়ি প্রবেশপথে সলিং রাস্তার উপর ধৃত আসামী মো: রিয়াদ হোসেন, পিতা মোঃ আবু তাহের, মাতা:মৃত জয় গন বিবি,সাং শংকরপুর ( আদিবাড়ি)১নং ওয়ার্ড, থানা :চাটখিল পুলিশ আটককৃত আসামিকে নোয়াখালীর হেফাজত ৮২ পিচ ইয়াবা সহ ধৃত আসামীকে চালান করেন আটক আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করেন।