ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

কঠিন সময়ে কঠিন বাজেট

  • আপডেট: Monday, June 5, 2023 - 8:46 am
  • পঠিত হয়েছে: 682 বার

সালাউদ্দিন
কঠিন সময়ে কঠিন বাজেট।বরাবরই আমরা বাজেট ঘাটতি নিয়ে শুরু করলেও সময়ের ব্যবধানে তা মানিয়ে নিতে পারি।কৃষি,শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ভালো উদ্যোগ সকল শ্রেণীর মানুষের কথা বিবেচনা করে।সবাইকে নুন্যতম করের আওতায় আনতে পারলে ভালো।সেক্ষেএে শুধু করদাতার উপর বারবার চাপ না দিয়ে সবার শুধু টোকেন কর প্রদান করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার ব্যবস্হা করা যেতে পারে এবং সেইক্ষেএে করের হারও বাড়বে।কিন্তু সেটা হতে হবে হয়রানিমুক্ত।গাড়ীতে কার্বন ট্যাক্সের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ভালো যা পরিবেশ সহায়ক হবে।স্মার্ট বাংলাদেশ নির্মাণে দেশীয় তৈরী মোবাইলের উপর শুল্ক না বাড়ানোর অনুরোধ করছি।বৈশ্বিক সংকটকালীন সময়ে দেশের অর্থনীতির চালিকা শক্তি সংকটে থাকা পোশাক শিল্পের দিকে আরও নজর দেয়ার অনুরোধ।সংকটকালীন বিশ্ব ,সংকটকালীন অর্থনীতি।আমরা এখনও ভালো অবস্হানে আছি।আশা করি বাজেটে ভালো-মন্দ দিক বিবেচনা করে বাস্তবায়ন করা হবে সময় সময়ে যা সহায়ক হবে সবার জন্য।মূল্যস্ফীতি এবং জিনিসপত্রের দাম যথাসম্ভব ধরে রাখতে হবে।আর ব্যাংক ঋণের সুদহার বাড়লে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে আরও এবং জিনিসপএের দামও বৃদ্ধি পাবে।পরিশেষে বাজেটের সফলতা কামনা করছি।
লেখক-চৌধুরী,উদ্যোক্তা ও বিশ্লেষক।